সর্বশেষ সমাচার

দীর্ঘশ্বাসের মৃত্যু হোক

.$posted_by. শেখ ফিরোজ 28.Apr.2019; 02:59:29

প্রেমিকের দীর্ঘশ্বাস ক্রমাগত বড় হয়ে চলেছে
বিলীন হতে চলেছে নিঃশ্বাসের অস্তিত্ব !
এক একটি দীর্ঘশ্বাস জন্মদেয় অবিশ্বস্ত আস্হা;

কুড়ে কুড়ে খায় প্রেমিকের মনঃস্তত্ব।
ক্যালিফোর্নিয়ার দাবানল দেহকে পোড়ায়
কিন্তু,দীর্ঘশ্বাস পুড়েনা ।

শরীর পুড়ে। পুড়ে যায় নাভিমূল !
কিন্তু,দীর্ঘশ্বাস থাকে অবিকল।কমে না এক চুল।

নির্মোহ যে  প্রেমিক প্রেমিকার চোখে চোখ রেখে
কাটাতে চায় অনন্তকাল।


আরও পড়ুন : আজকে না হয় নাই হল
আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি

তারও দীর্ঘশ্বাস অনেক বড় হয়েছে।
ঠিক বঙ্গপসাগরের মতো,
আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের মতো।

দীর্ঘশ্বাস আর প্রেম একসাথে চলে না।
তাই, দীর্ঘশ্বাসের মৃত্যু হোক;
প্রেমিকের চোখে প্রেমাকাও রাখুক সদয় প্রেমের চোখ।

এ বিষয়ে আরো খবর