সর্বশেষ সমাচার

পড়া মনে রাখার কিছু কৌশল

.$posted_by. এস,জে,কে বব্রু বাঁধন সিংহ 11.Oct.2019; 11:51:09

আমরা যা দেখি বা শুনি তা আমাদের মস্তিষ্কে তৎক্ষনাৎ সংরক্ষিত হয়ে থাকে।  সচারাচর আমরা যেকোনো বিষয় যা দেখেছিলাম বা শুনেছিলাম তা কিছুদিনের মধ্যেই ভুলে যাই বা ভুলে যেতে থাকি। কারণ আমাদের মস্তিষ্কে যদি সঠিকভাবে কাজ না করে, শারীরিক কোন সমস্যা থাকে হয়তো এজন্য হতে পারে। ঠিক সেরকমই আমাদের পুথিগত বিদ্যা, আমরা ১০-১৫ বছর একটানা লেখাপড়া করেও তা মনে রাখতে পারিনা তার কারণ হলো চর্চার অভাব, কোন ধারালো ছুরি যদি ব্যবহার করা না হয় তাহলে যেমন তাতে মরচে পড়ে ঠিক তেমনি আমাদের মস্তিষ্কও তাই। আমরা সকালে দুপুর কি দিয়ে ভাত খেয়েছি পরদিন রাতেই আর বলতে পারিনা। এর কারণ হলো আমরা খাওয়া দাওয়া এতটা মনযোগী নয় মানে প্রতিদিন তো খেতেই হয় কিন্তু লেখাপড়াটা সেরকম নয়, এর জন্য চাই বেশি করে মনোযোগী হওয়া এবং যা পড়বো তাতে পুরোপুরি মনোনিবেশ করা। আর যা পড়বো তা বুঝে পড়া, সবথেকে বড় কথা আমরা যাই পড়ি না কেন সাথে সাথেই তা খাতায় লিখে ফেলতে হবে, দেখেই প্রথম ক'বার লিখতে হবে তারপর না দেখে, আমরা টিভিতে যখন কিছু দেখি তা আমাদের মস্তিষ্কের মধ্যে অনেকদিন পর্যন্ত থেকে যায়, একইসাথে দেখা ও শোনার কার।।  তেমনি করে আমরা যদি পড়ালেখাটাও মজার সাথে পড়ি এবং সাথে সাথে লিখে ফেলি খাতার তা আমাদের মনের ভিতরে গেঁথে যাবে ও স্থায়িত্ব পাবে।  ফলে ভালো কোন জায়গায় নিজের অবস্থান নিয়ে যেতে পারবো।                                  


আরও পড়ুন : Motijheel Ideal School and College Admission 2023
আরও পড়ুন : মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে 2021 শিক্ষাবর্ষে ভর্তির নোটিশ

এ বিষয়ে আরো খবর