সর্বশেষ সমাচার

বসন্তের কবিতা

.$posted_by. এস,জে,কে বব্রু বাঁধন সিংহ 14.Feb.2020; 03:54:16

বসন্ত

----- উজ্জল সিংহ 

হে বসন্ত তুমি এলে ফাল্গুনের প্রথম দিনে,

অবিরত সুখ,শান্তি আর  ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রাণে প্রাণে।

বসন্তের পাখিদের কলকাকলির মধুর সুর,

আমাদের মনকে করে যে আকুল,

তোমারি অপেক্ষায় থাকি অনেক প্রত্যাশায়,

পূর্ণ হবে কি সেই ভালোবাসায়?


আরও পড়ুন : আজকে না হয় নাই হল
আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি

হে বসন্ত তোমার হাসি চির অম্লান,

প্রতিনিয়ত করছি সুখের সন্ধান।

তুমি এলে অফুরন্ত রূপ,রঙ,রস নিয়ে প্রকৃতিতে,

ধন্য হলো পৃথিবী সমৃদ্ধি আর সন্তুষ্টিতে।

এ বিষয়ে আরো খবর