জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা
সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘কিশোর গ্যাং বলল আওয়ামীলীগ
এই আন্দোলন এখন নিরীহ মানুষ হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন
১০ শতাংশ ভোটার কমাতে সক্ষম হয়েছে বিএনপি
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: কেঁদে কেঁদে মিজান বললেন, ‘জাতির কাছে বিচার দিতে এসেছি’
এডিসি হারুনের পরিবার বিএনপি-জামায়াত: রাব্বানী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন : সরগরম হয়ে ভারতের গণমাধ্যম
জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায় সরকার: মির্জা ফখরুল
মোঃ শহর আলী 21.Sep.2020; 03:13:52
ওগো মেঘ, তুমি আকাশ থেকে ঢলে পড়ো না।
সবার আছে মাথায় ছাতা,
গাছে থাকে নতুন পাতা,
আমার এখন টাক মাথা, রোদে বাঁচি না!
ওগো মেঘ, তুমি আকাশ থেকে ঢলে পড়ো না।
দক্ষিণা বাতাস আসিলে
তোমারে ঠেলে ঠেলে
উড়িয়ে যাবে চলে, সে ভয়ে বাঁচি না।
ওগো মেঘ, তুমি আকাশ থেকে ঢলে পড়ো না।
গগনে লাল সূর্য ভাসে
মরি আমি তার ত্রাসেআরও পড়ুন : আজকে না হয় নাই হল আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি
আনন্দে শুধুই হাসে, মায়া করে না।
ওগো মেঘ, তুমি আকাশ থেকে ঢলে পড়ো না।
মাথার উপর পিতা মাতা
শিক্ষক গুরুজন ভ্রাতা
সরে যায় যথা তথা, কেউ থাকে না!
ওগো মেঘ, তুমি আকাশ থেকে ঢলে পড়ো না।