সর্বশেষ সমাচার

রিমঝিম রিমঝিম বাজনা কে ওই বাজায়রে

.$posted_by. মোঃ শহর আলী 25.Sep.2020; 05:04:38

রিমঝিম রিমঝিম বাজনা কে ওই বাজায়রে

ও তার গানের সুরে মন দোলে

দিনের নিত্য কাজ ভুলে

দোতরাটা নিই তুলে ডুবে সুরের সায়রে।

রিমঝিম রিমঝিম বাজনা কে ওই বাজায়রে

 

পাথর ছাড়া কোন পাহাড়ে

দেখা কেন যায় না তারে

ভাসে মাথার উপরে ভাসে মাথার উপরে।

রিমঝিম রিমঝিম বাজনা কে ওই বাজায়রে

 

তুমি কোথা থেকে আসোরে

আর কোথা তোমার বাড়িরে


আরও পড়ুন : আজকে না হয় নাই হল
আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি

মম হৃদয় নিলা কাড়িরে, ছলাৎ ছলাৎ সুরেরে।

রিমঝিম রিমঝিম বাজনা কে ওই বাজায়রে।

 

চিনেছি গো তোমায় চিনেচি

দুর বনে আঁধারে দেখেছি

দেখে দেখে শরীরে মেখেছি, মেখেছি আমার সারা গায়েরে।

রিমঝিম রিমঝিম বাজনা কে ওই বাজায়রে

এ বিষয়ে আরো খবর