জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা
সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘কিশোর গ্যাং বলল আওয়ামীলীগ
এই আন্দোলন এখন নিরীহ মানুষ হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন
১০ শতাংশ ভোটার কমাতে সক্ষম হয়েছে বিএনপি
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: কেঁদে কেঁদে মিজান বললেন, ‘জাতির কাছে বিচার দিতে এসেছি’
এডিসি হারুনের পরিবার বিএনপি-জামায়াত: রাব্বানী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন : সরগরম হয়ে ভারতের গণমাধ্যম
জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায় সরকার: মির্জা ফখরুল
মোঃ শহর আলী 26.Sep.2020; 02:14:35
প্রিয় হবু বাবা,
আমার সালাম প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করিবেন। আপনি আমার হবু বাবা হিসেবে এই পত্রখানা প্রেরণ করিলাম। ইহা পড়িয়া, হৃদয়ে ধারণ করিয়া আমাকে ধন্য করিলে খুবই আনন্দিত হইবো। বিশ্বস্ত সূত্রে জানিতে পারিলাম আপনার বাবা, মানে আমার হবু দাদাজান আপনার লাগিয়া কন্যা খুঁজিয়া বেড়াইতেছেন। অন্যদিকে আপনি পাপিয়া নামের প্রেমিকাকে বিবাহ করিবার সিদ্ধান্ত গ্রহণ করিলেও দাদাজানের সম্মুখে উহা উত্থাপন করিতে সাহস করিতেছেন না। বিবাহ আপনাকে করিতেই হইবে, তবে তাহা যেন আমার পছন্দমতো হয় এই উদ্দেশ্যে পত্রখানা লিখিলাম।
মা পরম ধন, তিনি দেবী তুল্য, তাহার পায়ের নিচে সন্তানের বেহেশত ইত্যাদি বুলি আপনার সমাজে প্রচলিত রহিয়াছে। আপনি কি ইহা নিশ্চিত বলিতে পারিবেন যে জগতের সকল মা-ই নিরপরাধী? তাহারা কি শুধুমাত্র ”মা” নামক পদবীটা পাওয়ার কারনে বিনা হিসাবে স্বর্গে প্রবেশ করিতে পারিবেন?
জানি, আপনার উত্তর হইবে না, না এবং না।
তাহা হইলে একজন পাপিষ্ঠা যদি আমার মায়ের আসন দখল করিয়া বসেন আমি উহা মানিয়া লইবো কেন? ইহাও জানি যে আমাকে মানিয়া লইতেই হইবে, কারণ একবার জন্মের পর জন্মদাত্রীকে অস্বীকার করিবার ক্ষমতা কাহারো নাই। এই জন্যই আপনার নিকট পত্রখানা লিখিলাম যাহাতে আপনি আমার মনের মতো একটা মা আনিয়া দিতে পারেন।
শ্রদ্ধেয় হবু বাবা, এমন কাউকে বিবাহ করিবেন না যিনি শুধুমাত্র “মা” হওয়াটাকেই গর্বের বিষয় মনে করিয়া ধরাকে সরা জ্ঞান করিয়া সন্তানের উপর নির্বিচার অত্যাচার করিতে থাকেন। “মা” হওয়া এমন কঠিন কিছু নয় বলিয়াই আমি মনে করি, কারণ গরু-ছাগল, হাঁস-মুরগীরাও ”মা” হয়। জগৎ সংসারে ”মা” এর ছড়াছড়ি। আবার ”মাছের মা” ও আছে। সন্তান জন্ম দিলে জন্মদাত্রী হওয়া যায় “মা” হওয়া যায় না। মা হওয়ার জন্য সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন নাই, শহরের ফুটপাতে বহু শিশু ঘুমায়, তাহাদেরকে লইয়া গিয়া লালন পালন করিয়া মানুষ করিতে পারিলে তবে তিনিই হবেন প্রকৃত ”মা”।
শ্রদ্ধেয় হবু বাবা, একটা পাপিষ্ঠাকে মা ডাকিতে আমার বড়ই লজ্জা লাগিবে, কিন্ত সমাজের ভয়ে আমি কিছুই করিতে পারিবো না, বুকে ব্যাথা লইয়া সারা জীবন কাটাইতে হইবে, অথবা নিজেই পাপিষ্ঠা ”মা” কে অনুসরণ করিয়া পাপী হইয়া সমাজের একটা ভাল ছেলে (??) বনিয়া যাইতে হইবে।
শ্রদ্ধেয় হবু বাবা, পাপিষ্ঠা মায়েদের নিকট কে ভাল ছেলে জানেন? যে ছেলে মানুষকে ঠকাইয়া পরের ধন কুক্ষিগত করিতে পারে, যে ঘুষ খাইয়া দূর্নীতি করিায়া ধন-সম্পদের পাহাড় বানাইতে পারিবে তিনি ভাল ছেলে। আর যে ছেলেটি নিজের পরিশ্রম দিয়া সৎপথে উপাজন করিয়া কায়ক্লেশে সংসার চালায় সে পাপিষ্ঠা মায়ের কাছে বোকা, ভাদাইমা, অকম্মা।
শ্রদ্ধেয় হবু বাবা, যে মা নিস্বাথভাবে সন্তানকে ভালবাসিতে পারিবে না তাহাকে মা ভাবিতে আমার শরম লাগিবে।সন্তান লালন করিতে অনেক দুঃখ কস্ট সহিতে হইবে ইহা মানিয়া লইয়াই সকল মা সন্তান জন্ম দিয়া থাকেন। কিন্তু তিনি যদি ইহার প্রতিদান স্বরুপ সন্তানের উপর খবরদারি করিতে, সন্তানের টাকা-পয়সা ভোগ করিতে চান, অথবা তাহাকে লালন পালন করিতে কতটা কষ্ট হইয়াছে উহা বার বার স্মরণ করিয়া দিয়া কিছু পাওয়ার আশা করেন এমন মা আমার চাই না।
শ্রদ্ধেয় হবু বাবা, এমনিতেই আপনাদের সমাজের ভয়ে সকল সন্তানই মায়ের সেবা করিতে বাধ্য, উহার উপর যদি মায়ের দাবী দাওয়া, মায়ের অধিকার ফলানোর জন্য সন্তানের উপর চাপ আসিতে থাকে তাহা হইলে সন্তান নিজের হৃদয় নিংড়ানো ভালবাসাটা দেওয়ার সুযোগ পাইবে কোথায়? সন্তানের এই অধিকার কাড়িয়া লয় এমন মা আমার চাই না।
শ্রদ্ধেয় হবু বাবা, এখন এতো কথা বলিতেছি দেখিয়া ভাবিবেন না আমি অধিক পাকনা হইয়া জন্মাইবো। আমি মনে করি আগে তেতো পরে মিষ্টি হওয়া ভালো, তাই একটু আলোচনা করিয়া লইতেছি।এখনোতো কেউ আমার মা হন নাই তাই এতো কথা বলিবার সাহস পাইতেছি। দুনিয়ায় আসিবার পরে এমন কথা বলিবার সাহস আমার নাই, আর বলিতে গেলে আপনার সমাজের মানুষেরা আমাকে একটা ”বাজে ছেলে”, ”নষ্ট ছেলে”, “বেইমান” ইত্যাদি ভাষা ব্যবহার করিতে ছাড়িবে না।আরও পড়ুন : আজকে না হয় নাই হল আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি
শ্রদ্ধেয় হবু বাবা, এমন কাউকে বিবাহ করিবেন না যিনি মিথ্যা কথা বলেন এবং অথবা সন্তানকে মিথ্যা বলিতে শিক্ষা দেন।নিজে চুরি করেন, পরের ধন লুটে খান, অত্যাচার করেন, দূর্নীতি করেন অথবা তাহার বাবা মা উহা করিয়াছে অথবা নিজের স্বামীকে উহা করিতে প্ররোচনা দেন, অথবা কেহ উহা করিলে তাহাকে সমথন করেন।
শ্রদ্ধেয় হবু বাবা, এমন কাউকে বিবাহ করিবেন না যিনি নিজে বেয়াদবী করেন এবং অথবা সন্তানকে বেয়াদবী শিক্ষা দেন। নিজে বকাবাজি করেন, বড়দের গায়ে হাত তোলেন অথবা তাহার পিতামাতা উহা করিয়াছে অথবা স্বামীকে উহা করিতে প্ররোচনা দেন অথবা সন্তানদের উহা করিতে নির্দেশ দেন অথবা যাহারা উহা করিয়াছে তাহাদের সমথন করেন।
শ্রদ্ধেয় হবু বাবা, এমন কাউকে বিবাহ করিবেন না যিনি শহরের পার্কে পরপুরুষের সাথে ঘুরিয়া ঘুরিয়া প্রেম নামের বস্তুটির স্বাদ গ্রহণ করিয়া বেড়াইয়াছে, যদিও আমি জানিতে পারিবো না জানিয়াই তিনি উহা করিয়া থাকেন।কিন্তু আপনি জানিয়া থাকিলে সঠিক সিদ্ধান্ত নিন অথবা জানিবার চেষ্টা করিয়া সিদ্ধান্ত নিন, কারণ উহা আমার পক্ষ হইতে আপনার দায়িত্ব। একটা ভাল মা উপহার দিতে না পারিলে আপনি উহার জন্য দায়ী থাকিবেন।
শ্রদ্ধেয় হবু বাবা, এমন কাউকে বিবাহ করিবেন যিনি ভাল কে ভাল, সত্য কে সত্য বলিয়া মনে প্রাণে বিশ্বাস করেন এবং উহা সন্তানকে শিক্ষা দেন।
শ্রদ্ধেয় হবু বাবা, আমিতো অসহায় এবং অসহায় অবস্থায় পৃথিবীতে আসিবো। আপনারা না বুঝিয়া আমাকে কষ্ট দিলেও আমি বলিতে পারিবো না, আমার সামনে আপনারা কোনো অপরাধজনক কাজ করিলেও আমি কিছু করিতে পারিবো না। কিন্তু আপনাকে অগ্রিম বলিয়া রাখি আমি আপনার ঘরে আসিবো মহাবিশ্বের সব কিছুর মালিক, সবশক্তিমান অসীম দয়ালু পরম করুণাময় সৃষ্টিকর্তার মেহমান হিসেবে। আশা করি আপনারা সেই মর্যাদা রক্ষা করিতে পারিবেন।
ইতি-
আপনার হবু সন্তান
সপ্ত আসমান।