সর্বশেষ সমাচার

হরমনপ্রীতদের হার মেনে নিতে পারছেন না সৌরভ

.$posted_by. মোঃ আব্দুল মতিন 08.Aug.2022; 03:57:07

কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরেছে ভারতীয় মহিলা দল। রুপো জিতলেও হরমনপ্রীতদের হার মানতে পারছেন না সৌরভ।

জয়ের কাছে গিয়েও হারতে হয়েছে। আরও এক বার দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। কমনওয়েলথ গেমসে সোনার আশা জাগিয়েও রুপো নিয়ে দেশে ফিরছেন হরমনপ্রীত কৌররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ভারতের এই হার মেনে নিতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির মতে, খেলা হরমনপ্রীতদের হাতে ছিল। সেখান থেকে হারায় হতাশা আরও বেশি হবে ভারতীয় দলের।


আরও পড়ুন : এবারের নির্বাচন হোক আগুন সন্ত্রাসের বিপক্ষে
আরও পড়ুন : ফুটবলের কিংবদন্তী পেলে আর নেই

অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পরে টুইট করেন সৌরভ। রুপো জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানালেও নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি তিনি। সৌরভ লেখেন, ‘রুপো জেতার জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা। কিন্তু ওরা হতাশ হয়ে দেশে ফিরবে। কারণ খেলা ওদের হাতে ছিল।’

এ বিষয়ে আরো খবর