সর্বশেষ সমাচার

সাকিবকে বিয়ে করছেন নায়িকা ইয়ামিন হক ববি

.$posted_by. মোঃ আব্দুল মতিন 19.Aug.2022; 05:15:39

অবশেষে  গুঞ্জনেরই সত্যতা মিললো। প্রযোজক সাকিব সনেটের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের বিষয়টি স্বীকার করলেন ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। শুধু তাই নয়, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে এই জুটি।

এই সময়ের জনপ্রিয় ঢাকাই সিনেমার হট নায়িকা ইয়ামিন হক ববি প্রযোজক সাকিব সনেটের প্রেমে পড়েছেন দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরেই এই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।

সাকিব সনেটের সঙ্গে ববির পরিচয় হয় ‘নোলক’ সিনেমায় অভিনয়ের সময়ে। ওই সিনেমার প্রযোজক সাকিব সনেট। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ববি। সিনেমাটির কাজ করতে গিয়েই সাকিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ববির। এক পর্যায়ে সেটা প্রেমে রূপান্তর হয়।

মুলত নায়িকার জন্মদিনকে ঘিরেই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্য আসে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ছিল ববির জন্মদিন। এদিন নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে বেশ আবেগঘন এক স্ট্যাটাস দেন সাকিব সনেট। ববির সঙ্গে দাঁড়িয়ে আছেন এমন ছবি ফেসবুকে পোস্ট করে রোমান্টিকতায় পূর্ণ ক্যাপশনে এই প্রযোজক লিখেছেন, ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’


আরও পড়ুন : সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
আরও পড়ুন : ১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা

সূত্র:BD24Live

এ বিষয়ে আরো খবর